ধর্ষণ অভিযোগ থেকে রোনালদোর মুক্তি

ধর্ষণের অভিযোগ থেকে বাঁচলেন রোনালদো।ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি নতুন নয়। গত বছর তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন সাবেক মডেল ক্যাথরিন মায়োর্গা। অবশেষে সেই অভিযোগ থেকে মুক্তি মিলেছে রোনালদোর। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তার বিরুদ্ধে আর ধর্ষণের অভিযোগ আনা হচ্ছে না। 

লাস ভেগাসের প্রসিকিউটররা জানিয়েছেন, তারা পুলিশের নতুন তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করেছেন। সেখান থেকে তারা নিশ্চিত হতে পেরেছেন মায়োর্গার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না। তাই কোনও ধরনের অপরাধমূলক অভিযোগ আনা হচ্ছে না রোনালদোর বিরুদ্ধে।

রোনালদোর আইনজীবী পিটার ক্রিস্তিয়ানসেন অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন রোনালদো ও মায়োর্গার মাঝে যা হয়েছিল তা দুপক্ষের সম্মতিতেই হয়েছিল।

সাবেক মডেল ও শিক্ষিকা মায়োর্গার কোনও মন্তব্য অবশ্য পাওয়া যায়নি। তবে তার আইনজীবি মার্ক স্টোভেল শিকার করেছেন এই ঘটনা আদালতের বাইরে নিষ্পত্তি হওয়ার জন্য মায়োর্গাকে ৩ লাখ ৭৫ হাজার ডলার দেওয়া হয়েছে রোনালদোর পক্ষ থেকে। তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল রোনালদোর সুনাম রক্ষার জন্য।

ধর্ষণের এই অভিযোগটিও বেশ পুরনো। ২০০৯ সালে রোনালদোর বিরুদ্ধে মায়োর্গাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। লাস ভেগাস পুলিশ তখনই জানিয়েছিল, অভিযোগের প্রেক্ষিতে করা তদন্তে রোনালদোর বিরুদ্ধে কিছুই খুঁজে পায়নি তদন্তকারীরা। কারণ মায়োর্গা তখন কারও নাম ছাড়াই অভিযোগটি করেছিলেন। এমনকি কোথায় ঘটনাটি ঘটেছিল সেটিও চেপে গিয়েছিলেন।-ইএসপিএন।