প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৮৩

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। প্রস্তুতিমূলক ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছে লঙ্কানরা।

শুরুতে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছিলেন পেসার রুবেল হোসেন। দলটির অধিনায়ক নিরোশান দিকবিলাকে তৃতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় তিনি। দ্বিতীয় উইকেট নিতেও সময় লাগেনি। পেসার তাসকিনের বলে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে ফিরেছেন ওশাডা ফারনান্ডো। এরপর দলীয় ৩২ রানে গুনাথিলাকাকে ফিরিয়ে ভালোই চাপ সৃষ্টি করেছিলেন রুবেল।

তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে লঙ্কান বোর্ড একাদশ। ভানুকা রাজাপক্ষের ৩২ আর শেহান জয়াসুরিয়ার ৫৬ রানে সেই ধাক্কা সামলায় তারা। এ দুজনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে বিধ্বংসী ভঙ্গিতে খেলেছেন দাসুন শানাকা। তার ব্যাটে ভর করেই ৮ উইকেটে ২৮২ রানের সমৃদ্ধ স্কোর পেয়েছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ৬৩ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তাতে ছিল ৬টি চার ও ৬টি ছয়।  

রুবেল ৭ ওভারে ৩১ রানে নিয়েছেন দুটি উইকেট, ৬ ওভারে ২টি নিয়েছেন সৌম্য সরকারও। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, মোস্তাফিজুর ও ফরহাদ রেজা।