বিদায় বললেন নুয়ান কুলাসেকারাও

নুয়ান কুলাসেকারা। লাসিথ মালিঙ্গার পর এবার অবসরের ঘোষণা দিয়েছেন আরেক লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি।

মালিঙ্গা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে ওয়ানডেকে বিদায় বলার সুযোগ পেলেও কুলাসেকারা পাচ্ছেন না তেমন সুযোগ।  তাই বিদায়ী ম্যাচ খেলার সুযোগ নেই তার সামনে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফারনান্ডো জানিয়েছেন, এজন্য তৃতীয় ম্যাচটি তাকে উৎসর্গ করা হবে। তবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।

এর ব্যাখ্যাও অবশ্য আছে তার কাছে। ক্রীড়ামন্ত্রী বলেছেন নুয়ান কুলাসেকারা বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলার অনুরোধ করলেও তাকে সেই সুযোগ দেওয়া যাচ্ছে না বাস্তব কারণেই। দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেট খেলেননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

হারিন ফারনান্ডো আরও জানান, ‘দেখুন বোর্ডের কাজকর্মে আমি হস্তক্ষেপ করতে পারি না।’ তবে তিনি জানিয়েছেন কুলাসেকারাকে বিদায় জানাতে শেষ ম্যাচটি যেন তাকে উৎসর্গ করা হয় সেজন্য বোর্ডকে বলা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে শেষ এই ম্যাচটি হবে ৩১ জুলাই।

২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য কুলাসেকারা এবারের বিশ্বকাপ দলেও জায়গা পাননি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৭ সালে। এমনকি গত বছরের মার্চ থেকে বড় পর্যায়ে কোনও ধরনের ক্রিকেটও খেলেননি!

১৮৪টি ওয়ানডে খেলা কুলাসেকারার উইকেট সংখ্যা ১৯৯টি। ইকোনমিও ৪.৯০। এছাড়া ৫৮টি টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৬৬টি। তিনি ২১টি টেস্টও খেলেছেন। যদিও এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন ২০১৬ সালে।