রাতে দেশ ছাড়ছেন জাহানারা-ফারজানা

বামে জাহানারা, ডানে ফারজানা আইসিসির উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের (ডব্লিউজিডিএস) হয়ে খেলতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছেন জাহানারা আলম ও ফারজানা হক। ২৬ জুলাই থেকে ৩ আগস্ট মোট ৯ দিনের এই সফরে ছয়টি ম্যাচ খেলবে জাহানাদের দল ডব্লিউজিডিএস।

৯ দিনের সফরে ইংল্যান্ড সুপার লিগের বিভিন্ন দলের বিপক্ষে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন জাহানারারা। দলটি গঠন করা হয়েছে র‌্যাংকিংয়ের শীর্ষ আটের বাইরের দেশগুলোর সেরা খেলোয়াড়দের নিয়ে। বাংলাদেশ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, পাপুয়া নিউ গিনি ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এবারের দলটি।

মূলত মেয়েদের ক্রিকেটের শীর্ষ দেশগুলোর বাইরে অন্য দেশগুলোর ক্রিকেটারদের মান উন্নয়নের প্রচেষ্টা হিসেবে উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করেছে আইসিসি। গত বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে এবং শেষের দিকে অস্ট্রেলিয়ায় খেলেছে প্রথম দুটি দল। জাহানারারা উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্টের তৃতীয় দল। তারা ইংল্যান্ড সুপার লিগের বিভিন্ন দলের বিপক্ষে খেলবে।

এমন সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত জাহানারা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিজেদের মান উন্নয়নে এটা অনেক বড় একটা সুযোগ। সেখানে অনুশীলনের পাশাপাশি ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে। আশা করি অনেক কিছু শিখে দেশে ফিরতে পারবো।’

সারেতে প্রথম দুটি ম্যাচে জাহানারাদের প্রতিপক্ষ ইংল্যান্ড উইমেন্স একাডেমি দল। ৩১ জুলাই হ্যাম্পশায়ারে দুই ম্যাচের প্রতিপক্ষ ইসিবি সুপার লিগের দল সাউদার্ন ভাইপার্স ও সারে স্টার্স। ২ অগাস্ট সারেতে এই দুই দলের বিপক্ষেই আবার মাঠে নামবেন জাহানারা-ফারজানারা।

এমন একটি উদ্যোগে আইসিসিকে ধন্যবাদ দিলেন বাংলাদেশের নারী এই পেসার, ‘আইসিসিকে ধন্যবাদ। আমাদের মতো নিচের দিকের দলগুলোর খেলোয়াড়দের এমন সুযোগ করে দেওয়ার জন্য। এর মাধ্যমে আমরা নিজেদের উন্নতি করার পাশাপাশি দেশের মুখও উজ্জ্বল করতে পারবো। আশা করি যে স্বপ্ন নিয়ে যাচ্ছি, সেটা পূরণ করতে পারবো।’