জুনিয়র হকি এশিয়া কাপকে সামনে রেখে ট্রায়াল

ট্রায়ালে নাম লেখাচ্ছেন একজন।আগামী বছর বাংলাদেশে হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি। এই আসরকে সামনে রেখে আগে-ভাগেই মাঠে নেমে পড়েছে স্বাগতিকরা। এ লক্ষ্যে বৃহস্পতিবার জুনিয়রদের দল গঠনে উন্মুক্ত ট্রায়ালও শুরু হয়েছে। তাতে মিলেছে ব্যাপক সাড়া।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ট্রায়ালের প্রথম দিনে শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন। ট্রায়াল চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। প্রধান কোচ মামুনুর উর রশীদ ও তার দুই সহকারী খেলোয়াড়দের পরখ করবেন। ট্রায়াল থেকে বাছাই করে অর্ধশতাধিক খেলোয়াড় নিয়ে হবে দীর্ঘমেয়াদের প্রশিক্ষণ।

জুনিয়র এশিয়া কাপের দল গঠন নিয়ে হকি নির্বাচক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম কামাল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ঢাকায় আগামী বছর জুনিয়র এশিয়া কাপ হবে। সেই লক্ষ্যে আমরা আগেই ট্রায়াল শুরু করেছি। ট্রায়াল থেকে খেলোয়াড় বাছাই করা হবে। তারপর ১৮ আগস্ট থেকে পুরোদমে অনুশীলন হবে। ট্রায়ালে মেধাবী খেলোয়াড় পেলেই তাদের ক্যাম্পে নেওয়া হবে ।’