৩-০ ব্যবধানে সিরিজ ভারতের

 

টি-টোয়েন্টি সিরিজে ভারতের জয়।ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে কোনও পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচেও ভারতের কাছে তাদের হারটা ছিল বড় ব্যবধানে। দাপুটে ভঙ্গিতে ৭ উইকেটে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।

যুক্তরাষ্ট্রে হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ঝলক দেখান কিয়েরন পোলার্ড। জাতীয় দলে ডাক পেয়ে নিজের ঝলক দেখানো ইনিংসে ৪৫ বলে তিনি করেন ৫৮ রান। ছিল ১টি চার ও ৬টি ছয়। আর ২০ বলে ৩২ রানের কার্যকরী ইনিংস উপহার দিয়ে অপরাজিত ছিলেন রোভম্যান পাওয়েল।

ক্যারিবীয়দের ইনিংসটাকে খুব বেশি বড় হতে দেননি চাহার। মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ৩ উেইকেট। দুটি নেন সাইনি।

জবাবে ভারত ২৭ রানে দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়লেও জয়ের পথ থেকে ছিটকে যায়নি কোনওভাবে। অধিনায়ক কোহলির ৪৫ বলে করা ৫৯ রান আর ঋষভ পান্তের ৪২ বলে করা ৬৫ রানই জয়ের মঞ্চ গড়ে দেয়। কোহলি ৫৯ রানে বিদায় নিলে, অপরাজিত ছিলেন পান্ত। তার ব্যাটে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কোহলির দল।

ম্যাচসেরা দীপক চাহার আর সিরিজ সেরা ক্রুনাল পান্ডিয়া।