ভারত সফরে প্রোটিয়াদের টেস্ট দলের নেতৃত্বে দু প্লেসি

টেস্টে প্রোটিয়াদের নেতৃত্বে থাকছেন দু প্লেসি।কিছুদিন আগে বড় ধরনের পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। ফুটবল স্টাইলে ম্যানেজমেন্টের পরিবর্তন আনায় নেতৃত্বেও পরিবর্তনের আভাস দিয়েছিল সিএসএ। টেস্টে অবশ্য নতুন করে কাউকে আর অধিনায়ক বানায়নি তারা। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে তিন টেস্টের সিরিজে ফাফ দু প্লেসিকেই দলটির নেতৃত্বে রাখা হয়েছে। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে যে একটা পরিবর্তন আসবে তার একটা ইঙ্গিত দিয়েছে তারা।  

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর চাকরি টেকেনি হেড কোচ ওটিস গিবসন থেকে শুরু করে বাকি স্টাফদের। দু প্লেসির নেতৃত্ব নিয়ে শঙ্কা থাকলেও বোর্ডের ক্রিকেট ডিরেক্টর কোরি ভ্যান জিল জানিয়েছেন, আপাতত দু প্লেসির টেস্ট দলের নেতৃত্ব নিয়ে শঙ্কা নেই, ‘ফাফ টেস্ট দলের নেতৃত্বে থাকবে। তবে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব নিয়ে আমরা কথা বলবো। ২০২৩ সালের লক্ষ্য নিয়ে ভেবে দেখবো নতুন সিদ্ধান্ত কেমন প্রভাব ফেলে।’

সে হিসেবে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব বাছাইয়ে আলাদা করে কালকেই আলোচনায় বসার কথা জানিয়েছে সিএসএ। ভবিষ্যতের কথা ভেবে দু প্লেসি নিজেও দীর্ঘ পরিসরের জন্য এই দায়িত্বে থাকতে নারাজ।