লা লিগায় হারে শুরু মেসিহীন বার্সার

বার্সার উদ্বোধনী ম্যাচে নিষ্প্রভ থাকলেন গ্রিয়েজমান।লা লিগায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বার্সেলোনা। প্রাণভোমরা মেসি না থাকলেও নতুন সাইনিং নিয়ে জয়ের প্রত্যাশায় ছিল বার্সা। কিন্তু হয়েছে তার উল্টো। অ্যাথলেতিক বিলবাওর কাছে ১-০ গোলে হেরেছে কাতালানরা। 

মেসির অনুপস্থিতিতে প্রাক মৌসুম প্রস্তুতির প্রেরণাকেও কাজে লাগাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। প্রায় দুই অর্ধে গোল বঞ্চিত থাকার পর শেষ দিকে রক্ষণের ভুলে দুর্দান্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও। ৮৯ মিনিটে গোলটি করেন বদলি আদুরিজ।

মেসির সঙ্গে দলে ছিলেন না কৌতিনিয়ো। ধারে বায়ার্নে যাচ্ছেন এমন খবর তার আগেই চড়াও হয়েছিল সবখানে। সঙ্গে নতুন সাইনিং গ্রিয়েজমানের পূর্ণ অভিষেকটিও হয়ে থাকলো নিষ্ফলা। তার ওপর বার্সাকে চাপে ফেলে দেয় প্রথমার্ধের আগে সুয়ারেজের চোট।

চোটের আগে আগে অবশ্য লুই সুয়ারেস ও রাফিনহা গোলের চেষ্টা করলেও তা প্রতিহত হয়েছে বারে। এর বাইরে তেমন একটা আলো ছড়াতে পারেনি কাতালানরা। তার বদলে আলো ছড়ালেন ইতোমধ্যে অবসরের ঘোষণা দেওয়া সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড আদুরিজ।