মেসি-দি মারিয়াদের ছাড়া তারুণ্য নির্ভর দল আর্জেন্টিনার

নিষেধাজ্ঞার কারণে নেই মেসি। কনমেবলের সমালোচনা করে নিষেধাজ্ঞায় রয়েছেন লিওনেল মেসি। তাকে ছাড়া তরুণদের নিয়ে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী মাসে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি ছাড়া এই দলে নেই দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরো।

আগামী মাসে চিলি ও মেক্সিকোর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলে জায়গা হয়েছে এখনও অভিষেক না হওয়া সাত জনের।

২৭ সদস্যের দলে নতুন মুখগুলো হলো−লিওনার্দো বালের্দি, নিকোলাস ফিগাল, নিকোলাস দমিনগেস, লুকাস ওকাম্পোস, লুকাস মার্তিনেস, অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার ও আদোলফো গাইচ। কোপা আমেরিকার দলে ডাক না পাওয়া ডিফেন্ডার মার্কাস রোহো অবশ্য ডাক পেয়েছেন অবশেষে।

আর্জেন্টিনা ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিলির। ৫ দিন পর মুখোমুখি হবে মেক্সিকোর।

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, অগাস্তিন মারচেসিন, এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজেয়া, লিওনার্দো বালের্দি, মার্কাস রোহো, লুকাস মার্তিনেস, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ফিগাল ও নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: মার্কোস আকুনা, লিয়েন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, জিওভানি ল চেলসো, নিকোলাস দমিনগেস, রোদ্রিগো দে পল, মাতিয়াস জারাচো, রবের্তো পেরেইরা, এসেকিয়েল পালাসিও, লুকাস ওকাম্পোস, মানুয়েল লানজিনি ও অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: হোয়াকিন কোরেয়া, লোতারো মার্তিনেস, পাওলো দিবালা ও আদোলফো গাইচ।