কোহলিদের ব্যাটিং কোচ হচ্ছেন নতুন কেউ!

চাকরি হারাতে পারেন সঞ্জয় বাঙ্গার। পুরনো কোচিং স্টাফদের রেখে দিতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। কিন্তু প্যানেল শাস্ত্রীর মন মতো পথে হাঁটেনি! সব কিছু ঠিক থাকলে নতুন ব্যাটিং কোচ যোগ দিতে যাচ্ছেন বিসিসিআইতে। ব্যাটিং কোচ হিসেবে নির্বাচক প্যানেলের ক্রম অনুযায়ী পছন্দের শীর্ষে রয়েছেন বিক্রম রাঠোর। পুরনো কোচ সঞ্জয় বাঙ্গার রয়েছে দ্বিতীয় স্থানে।

অবশ্য বাকি দুই বিভাগে পুরনো কর্মীদের নিশ্চিতভাবে পাচ্ছেন ভারতের হেড কোচ শাস্ত্রী। বোলিং কোচ ভরত অরুন ও ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকে শীর্ষে রেখেছে কোচ বাছাইয়ের নির্বাচক প্যানেল।

ব্যাটিং কোচ হিসেবে দ্বিতীয় পছন্দ হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের মার্ক রামপ্রকাশকে। হেড কোচের মতো সহকারী নিয়োগের বেলাতেও মানা হয়েছে পছন্দের ক্রম।

এখন নতুন হিসেবে ব্যাটিং কোচ নিতে গেলে শাস্ত্রীকে মানাতে হবে বোর্ডকে। শাস্ত্রীকে মানাতে কাজ করবেন বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি। সাপোর্ট স্টাফদের মেয়াদ হবে দুই বছরের মতো। তারা দায়িত্বে থাকবেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।