ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬৮ রানের 'অসম্ভব' লক্ষ্য

বড় লক্ষ্য দিয়ে ক্যারিবীয়দের অস্বস্তিতে ফেলে দিয়েছে ভারত। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে দিয়েও ফলোঅন করায়নি ভারত। বরং বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকদের সামনে। কিংসটনে সিরিজে সমতা ফেরাতে ৪৬৮ রানের অসম্ভব লক্ষ্যের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে ৪৫ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

তৃতীয় দিন খুব বেশি বড় হয়নি ক্যারিবীয়দের প্রতিরোধ। তাদের ১১৭ রানে গুটিয়ে দিলে ভারত লিড পায় ২৯৯ রানের। পুনরায় ব্যাটিং করতে নামলে স্বস্তিতে তাদের ব্যাট করতে দেননি পেসার কেমার রোচ। কোহলির উইকেটসহ প্রথম তিনটি উইকেটই তুলে নিয়েছেন রোচ।

পরে আজিঙ্কা রাহানে ও সেঞ্চুরিয়ান হনুমা বিহারির দৃঢ়চেতা ব্যাটিংয়ে পরিস্থিতি সামলেছে ভারত। বিশেষ করে চা পানের বিরতির পর ওভার প্রতি ৬ রান করে তুলে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন দুজন। যাতে করে দ্রুত ব্যাটিংয়ে পাঠানো যায় ওয়েস্ট ইন্ডিজকে। ৪ উইকেটে ১৬৮ রানের ঘরে পৌঁছানোর পরই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত আসে ভারতের পক্ষ থেকে। রাহানে অপরাজিত ছিলেন ৬৪ রানে আর বিহারি ৫৩ রানে।

জবাবে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট তুলে নিয়েছে ভারত। ৯ রানে ক্রেইগ ব্র্যাথওয়েটের বিদায়ের পর ৩৭ রানে বিদায় নিয়েছেন ওপেনার ক্যাম্পবেল। যদিও তিন ইনিংস পর এই প্রথম ভারতীয় বোলিং আক্রমণের সামনে কিছুটা স্বস্তিতে খেলতে দেখা গেছে ক্যারিবীয়দের। একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি। ক্রিজে আছেন ড্যারেন ব্রাভো (১৮) ও শামার ব্রুকস (৪)।