খুব অল্প বয়সেই দায়িত্ব নিয়ে মাঠে পারফর্ম করে দেখাচ্ছেন লামিনে ইয়ামাল। সর্বশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ৪-৩ গোলের জয়ে অবদান রেখেছেন। তার উন্নতি সবাইকেই মুগ্ধ করে দিচ্ছে।
১৭ বছর বয়সী ইয়ামাল দ্বিতীয় গোলটি করে বার্সাকে খেলায় ফিরিয়েছেন। তার পরই শুরুতে দুই গোল হজম করা দলটি ঘুরে দাঁড়ায়। তার পর তো হাফটাইমে স্কোরলাইন করে ফেলে ৪-২! শুরুর দুই গোলের পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে তার হ্যাটট্রিক পূরণের মধ্যে দিয়ে নড়বড়ে ফিনিশিংয়ের আভাস দিলেও দৃঢ়তা দেখিয়ে আর ব্যবধানে হেরফের হতে দেয়নি কাতালান দল। তাতে বার্সা শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে। ম্যাচের পর দলটির কোচ হান্সি ফ্লিককে প্রশ্ন করা হয়েছিল যে অল্প বয়সে ইয়ামাল খুব বেশি দায়িত্ব নিয়ে ফেলছেন কিনা। জবাবে বার্সা কোচ বলেছেন, ‘ইয়ামাল বাচ্চা নয়, সে খুবই ভালো করছে। তার সেই আত্মবিশ্বাসটা আছে যে, সে কী করতে পারে। তাছাড়া সে খুবই বুদ্ধিমান।’
তার পারফরম্যান্স নিয়ে ফ্লিকের কথা, ‘ইয়ামালের গোলই আমাদের ম্যাচে ফিরিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ গোল ছিল। ১৭ বছরে আসলেই উঁচুমাত্রার মানসম্পন্ন। আমরা এটাই তার কাছ থেকে চাই।’
বার্সার শিরোপা জিততে প্রয়োজন আর দুই পয়েন্ট। বৃহস্পতিবার তারা এস্পানিওলের মুখোমুখি হবে। তার আগেই শিরোপা নিশ্চিত হতে পারে, যদি মঙ্গলবার মায়োর্কার কাছে পয়েন্ট হারায় রিয়াল মাদ্রিদ। ফ্লিক অবশ্য নির্ভার থাকতে পারছেন না, কারণ, ‘এটা ফুটবল। আপনি বলতে পারবেন না কী হতে যাচ্ছে। আমরা খুব ভালো অবস্থানে আছি, দুটি পয়েন্ট প্রয়োজন। আর এটা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলতে চাই।’