শুরু হলো সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট

70316260_628353787573358_7387332333096927232_nবাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হলো ৩দিন ব্যাপী সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট। রবিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে সামার হিট ওপেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন ও ডেইলি বাংলাদেশ।

শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের এসপি আশরাফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন, কবি ও গণমাধ্যমকর্মী শরাফত হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব।

প্রায় ৪০ জন পুরুষ ও ১২ জন নারী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের সামার হিট ওপেন। টুর্নামেন্টে জাতীয় ক্যারম পুরুষ চ্যাম্পিয়ন হেমায়েত মোল্লা ও নারী চ্যাম্পিয়ন শামসুন্নাহার মাকসুদা অংশগ্রহণ করেছেন।