X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১১:৫১আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:৫১

পেটের সমস্যায় অস্বস্তিতে ভুগছিলেন নোভাক জোকোভিচ। ভাগ্যভালো উইম্বলডনে সেটা প্রতিবন্ধক হতে পারেনি। প্রথম রাউন্ডের বাধা উতরে যেতে পরে চিকিৎসকের ‘অলৌকিক ওষুধ’কে কৃতিত্ব দিয়েছেন এই সার্বিয়ান।    

অল ইংল্যান্ড ক্লাবের সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এই জয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে শুভ সূচনা করেছেন। র‌্যাঙ্কিংয়ের ৪১তম ফরাসি অ্যালেক্সান্ড্রে মুলারকে হারিয়েছেন তিনি।  প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে টাইব্রেকে হেরেছেন। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৬-১, ৬-৭ (৭-৯), ৬-২, ৬-২ গেমে।     

জোকোভিচ জানান মূলত দ্বিতীয় সেটের সময়ই পেটের সমস্যায় পড়েন তিনি, ‘নিজেকে উপভোগ করেছি, কিন্তু দ্বিতীয় সেশনে সামান্য কম। তবে একটি সেটে চরম ফিট অনুভব করে তারপর প্রায় ৪৫ মিনিট ধরে নিজেকে সবচেয়ে খারাপ অবস্থায় পাই। জানি না এটা পেটের সমস্যা কিনা। সেই সময়টা আমার জন্য ছিল কঠিন, তবে চিকিৎসকের অলৌকিক ঔষধ খাওয়ার পর শক্তি ফিরে পাই এবং ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারি।’

জোকোভিচ ২০২৩ সালে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড সর্বোচ্চ শিরোপায় ভাগ বসিয়েছেন। এখন তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এই সার্বিয়ান। তিনি বিশ্বাস করেন, ২৫তম ঐতিহাসিক গ্র্যান্ড স্লাম সম্ভবত অল ইংল্যান্ড ক্লাবেই সম্ভব। অবশ্য ৩৮ বছর বয়সী শেষ দুইটি উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারেজের কাছে হেরেছেন। 

অপর দিকে, অপ্রত্যাশিত হারে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই আলেক্সান্ডার জভেরেভ। তাতে প্রথম দুই দিনে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের মধ্যে বিদায় নিয়েছেন চারজন। জার্মান জভেরেভকে বিদায় দিয়েছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি। মেয়েদের এককে অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কোকো গফও । 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল