সেরেনাকে হারিয়ে বিয়ানকার ইতিহাস

প্রথম গ্র্যান্ড স্লাম জয় বিয়ানকার। ইউএস ওপেনে ফেভারিট হয়ে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। প্রত্যাশা মিটিয়ে ফাইনালে জায়গা করে নিলেও অবিশ্বাস্যভাবে হেরে গেছেন বিয়ানকা আন্দ্রিসকিউর কাছে। 

৩৭ বছর বয়সী সেরেনা সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি ১৯ বছর বয়সী বিয়ানকার কাছে। হেরে গেছেন ৬-৩, ৭-৫ গেমে।

প্রথমবারের মতো মূল ড্রতে জায়গা পেয়েছিলেন কানাডিয়ান ১৫তম বাছাই। তাতেই বাজিমাত করলেন বিয়ানকা। প্রথম কানাডিয়ান হিসেবে ইতিহাস গড়ে জিতলেন গ্র্যান্ড স্লাম। স্বাভাবিকভাবে এমন একটি জয়ের পর আবেগাপ্লুত ছিলেন তিনি, ‘এ বছরটা আমার স্বপ্নের মতো কেটেছে। সত্যি করে বলতে আমি কৃতজ্ঞ। এই মুহূর্তটা দেখতে অনেক পরিশ্রম করেছি। সেরেনার মতো কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটা অসাধারণ কিছু।’

এ নিয়ে টানা ৪টি মেজর ফাইনালে হারলেন সেরেনা উইলিয়ামস। হারের পর অবশ্য প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘বিয়ানকা অবিশ্বাস্য একটি ম্যাচ উপহার দিয়েছে। আমার গর্বই লাগছে ওর জন্যে।’