সামির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

সামি ও তার স্ত্রী হাসিন জাহান। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও শেষ পর্যন্ত তেমন কিছুর মুখোমুখি হচ্ছেন না ভারতীয় পেসার মোহাম্মদ সামি। স্ত্রী নির্যাতন মামলায় তার পরোয়ানার ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন ভারতের একটি আদালত।

২০১৮ সালে স্ত্রী হাসিন জাহান স্বামী সামির বিরুদ্ধে নির্যাতনের মামলাটি করেছিলেন। স্ত্রীর অভিযোগ ছিল মামলার প্রেক্ষিতে আদালতে এখনও হাজির হননি সামি। সে কারণেই শর্ত সাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন আলিপুরের একটি আদালত। সামি তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় এর প্রক্রিয়া আগানো যায়নি।

সামির আইনজীবী সালিম রহমান আলিপুর আদালতের স্থগিতাদেশের বিষয়টি জানিয়েছেন  সংবাদমাধ্যমকে। তিনি আরও জানিয়েছেন, ‘এই মামলার পরবর্তী শুনানি হবে ২ নভেম্বর।’

সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান নির্যাতনসহ বিবাহ-বহির্ভুত সম্পর্কের অভিযোগ করে আসছিলেন জনসম্মুখে। এমন অভিযোগের সর্বোচ্চ শাস্তি তিন বছরের জেল। সামি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করছেন, ‘তাকে ফাঁসানো হয়েছে।’