নতুন ক্লাবে হারে শুরু ম্যারাডোনার

টাচ লাইনে চিরচেনা ভঙ্গিতে দেখা যায় ম্যারাডোনাকে। দীর্ঘ দিন পর আর্জেন্টিনার ক্লাব ফুটবলে ফিরেছেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। দেশের ক্লাব ফুটবলের অভিষেকটা অবশ্য ভালো হয়নি তার। রেসিংয়ের কাছে ২-১ গোলে হেরেছে তার ক্লাব জিমনাসিয়া লা প্লাতা।

অথচ ১৯৯৫ সালে এই রেসিংয়েরই এক সময় কোচ ছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। আর সেই ক্লাবের কাছে হেরে গেলেন রক্ষণের ভুলে। ম্যাচের পর তাই শিষ্যদের নিয়ে আরও পরিশ্রম প্রয়োজন বলে জানালেন কোচ ম্যারাডোনা, ‘আমি মনে করেছিলাম ছেলেরা ভালো খেলেছে। ছেলেরা সবাই দুর্দান্ত। কিন্তু আমাদের আরও বেশি কাজ করতে হবে।’

আর্জেন্টিনায় ম্যারাডোনাকে সবশেষ কোচের ভূমিকায় দেখা গেছে ২০১০ সালে। তখন জাতীয় দলের দায়িত্বে ছিলেন, মাঝের সময়টায় আরব আমিরাত, মেক্সিকোয় কোচিংয়ের পর এবার ফিরলেন আর্জেন্টিনায়। যে জিমনাসিয়ার দায়িত্বে তিনি ফিরেছেন তাদের শেষ ৫ ম্যাচেই সঙ্গী ছিল হার! তাই নতুন কোচ ম্যারাডোনা বললেন, ‘আমরা এখনও শেষ হয়ে যাইনি।’ ২৪ দলের টেবিলে তার ক্লাবের অবস্থান এখনও তলানীতে!