বিভিন্ন স্থানে শুরু বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

বরিশালে উদ্বোধন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট পৃথকভাবে বেশ কিছু স্থানে জেলায় পর্যায়ে আজকে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বালক-বালিকা বিভাগের অনূর্ধ্ব-১৭ এই টুর্নামেন্ট আজ শুরু হয়েছে বরিশাল, রাঙামাটি ও পাবনায়।

বরিশালে জেলা পর্যায়ে উদ্বোধন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট

বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। বরিশাল নগরীর বান্দ রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ উপজেলা (বালক) দল অংশগ্রহণ করে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জেলা পর্যায়ের খেলায় একটি সিটি কর্পোরেশন ও ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদের ১১টি করে মোট ২২টি দল অংশগ্রহণ করছে। আগামী ২২ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

রাঙামাটিতে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টবর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে শুরু বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট 

রাঙামাটি প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে রাঙামাটি সদর উপজেলা বনাম বরকল উপজেলার মধ্যকার (বালিকা) খেলা দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। তাতে রাঙামাটি সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বরকল উপজেলা।

পাবনাতে উদ্বোধন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টপাবনায় শুরু বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল 

পাবনায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় পাবনা পুলিশ লাইন্স মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। উদ্বোধনী খেলায় ১-০ গোলে পাবনা পৌরসভাকে হারিয়েছে সুজানগর উপজেলা। এবারের খেলায় পাবনা জেলার বালক এবং বালিকা উভয় বিভাগে ২০টি দল অংশগ্রহণ করছে।