লজ্জার রেকর্ডে ভাগ বসালেন উমর আকমল

ডাক মারার রেকর্ডে ভাস বসিয়েছেন উমর আকমল। দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফেরাটা উল্টো অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে উমর আকমলের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে ফিরে গেছেন শূন্য রানে। সোমবার ডাক মারার পর টি-টোয়েন্টির লজ্জার এক রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ব্যাটসম্যান।

টি-টোয়েন্টিতে এতদিন সর্বাধিক ডাক মারার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশানের। লজ্জার এই রেকর্ডে এবার তার সঙ্গী উমর আকমল। ৮৪টি টি-টোয়েন্টিতে ১০টি ডাক মেরেছেন আকমল। তার সঙ্গী দিলশান ৮০ ম্যাচে উপহার দিয়েছেন সমান সংখ্যক ডাক। তালিকায় ৯টি ডাক নিয়ে তিনে আছেন ইংল্যান্ডের লুক রাইট।

গাদ্দাফি স্টেডিয়মে ম্যাচটা ৩৫ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে তিন বছর পর ফিরেও বাজে ব্যাটিংয়ের কারণে ভীষণভাবে ট্রলের শিকার হচ্ছেন আকমল। এমনিতে পাকিস্তান দলে ‘ব্যাড বয়’ হিসেবে কুখ্যাতি আছে তার। ২০১৬ সালে তৎকালীন কোচ মিকি আর্থারের সঙ্গে তর্কে জড়িয়ে বাদ পড়েছিলেন। এমনকি তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ জরিমানাও করা হয়েছিল তাকে।