কোলপ্যাক চুক্তিতে সারেতে আমলা

হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাশিম আমলা। তখনও বোঝা যায়নি আমলার পরবর্তী লক্ষ্য। অবসরের কয়েক মাস পর জানা গেলো, কোলপ্যাক চুক্তি করে কাউন্টিতে সারের হয়ে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।

আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আসে আমলার। জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে তাকে। ক্রিকইনফোর খবর, কাউন্টিতে খেলতে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। আশা করা হচ্ছে, সপ্তাহ শেষের আগেই চুক্তির সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। আর এটা তখনই হচ্ছে যখন নাকি মাসের শেষে ভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারতো কোলপ্যাক নিবন্ধনের ক্ষেত্রে। আর সেটা ঝামেলা বাঁধাতে পারতো ‘নো ডিল ব্রেক্সিট’ ইস্যু।

জানা গেছে, মিডলসেক্স ও হ্যাম্পশায়ারেও চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল হাশিম আমলার প্রতিনিধির। কিন্তু সারেতেই ভিড়তে যাচ্ছেন প্রোটিয়া এই ক্রিকেটার।
এই চুক্তি অনুসারে নন-ইউরোপিয়ান খেলোয়াড়রা স্থানীয় হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পায়। কোলপ্যাক চুক্তিতে থাকাকালে কোনও ক্রিকেটার তার নিজ দেশের হয়ে খেলতে পারে না।