পাকিস্তান সফর করতে আগ্রহী আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড প্রথম টেস্ট খেলেছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের মাটিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে পাকিস্তানের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেছেন আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ও বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককলাম।

আইরিশদের টেস্ট ইতিহাসের শুরুতে সঙ্গী হয়েছিল এই পাকিস্তান। টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর গত বছর মে মাসে আয়ারল্যান্ড নিজেদের মাটিতে প্রথম টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তাই পাকিস্তানে সফর করতে ভীষণ আগ্রহের কথা শোনা গেলো ওয়ারেন ডিউট্রমের মুখে, ‘পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রচেষ্টায় আমরা আমাদের ভূমিকাটা রাখতে চাই।’

সম্প্রতি পাকিস্তান সফর করে গেছেন ডিউট্রম ও আইরিশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককলাম। এখন এই সফরের বিষয়ে বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। তবে সফরের চূড়ান্ত আমন্ত্রণ পেলেই সব কিছু দ্রুততার ভিত্তিতে সম্ভব হবে বলে জানালেন ডিউট্রম, ‘আমরা আমন্ত্রণ পেলেই সব কিছু দ্রুততার ভিত্তিতে করবো। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি পরের বছর অথবা তার পরের বছর।’