ভারতের আপত্তির পরেও আইসিসির নতুন টুর্নামেন্ট

ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর আপত্তির পরেও নতুন চক্রে আরও একটি টুর্নামেন্ট চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি।

সোমবার আইসিসি বোর্ড সভায় হয়েছে এই সিদ্ধান্ত। নতুন চক্র শুরু হবে ২০২৩ বিশ্বকাপের পর থেকে। আট বছরের এই চক্রের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। নতুন এই পরিকল্পনার ফলে প্রতি বছরেই ছেলে ও মেয়েদের আইসিসির একটি করে টুর্নামেন্ট থাকবে এই সময়ে। এই চক্রে মোট টুর্নামেন্ট থাকছে দুটি বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ নতুন দুটি বাড়তি ইভেন্ট। জানা গেছে এই টুর্নামেন্ট হবে ৫০ ওভারের ফরম্যাটে। নতুন এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়নস ট্রফির আদলে হলেও তা অনুষ্ঠিত হবে ছোট করে। র‌্যাংকিংয়ের ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এই টুর্নামেন্ট পরিকল্পনার বিপক্ষেই আপত্তি জানিয়েছিল বিসিসিআই। তাদের আশঙ্কা নতুন এই টুর্নামেন্ট প্রভাব ফেলবে দ্বিপক্ষীয় ক্যালেন্ডারের সূচিতে। লিখিতভাবে এ নিয়ে নিজেদের আশঙ্কার কথা আইসিসিতে জানিয়েছেন বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি। বিসিসিআইর সভাপতি হতে যাওয়া সৌরভ গাঙ্গুলীও এ নিয়ে কথা বলেছেন গতকাল। বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড তার প্রাপ্য পাচ্ছে কিনা সে বিষয়টি দেখভাল করবেন তিনি।