আবারও ব্যর্থ মুমিনুল, মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি

NCL-Logo-696x371জাতীয় লিগে আবারও ব্যর্থ হয়েছেন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক। মাত্র ১৫ রানে ফিরেছেন। তবে মাহমুদউল্লাহর সর্বোচ্চ ৬৩ আর শহিদুল ইসলামের দায়িত্বশীল ৫৪ রানে সমৃদ্ধ জায়গায় পৌঁছে ঢাকা মেট্রোপলিস প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৪৬ রানে।

দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লায় বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে একটি দিন কাটিয়েছে চট্টগ্রাম। ইরফান শুক্কুরের ৫৭ রানের পর দ্রুত দুই উইকেট পড়লেও বড় ইনিংসে মনোযোগী হয়েছেন ইয়াসির আলী ও মাহিদুল ইসলাম। তার আগে মাত্র ১৫ রানে ফিরে গেছেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এদিনও। ইয়াসির আলীর অপরাজিত ৬৮ আর মাহিদুলের অপরাজিত ৬৯ রানে ৪ উইকেটে ২৬১ রানে প্রথম দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। 

বগুড়ায় দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রোপলিস। টস হেরে ব্যাট করতে নামা ঢাকার ইনিংস সমৃদ্ধ জায়গায় পৌঁছায় মাহমুদউল্লাহর সর্বোচ্চ ৬৩ আর শহিদুল ইসলামের ৫৪ রানের কল্যাণে। বাকিরা আসা যাওয়ার মাঝে থাকায় পুরো ইনিংসেই চাপে ছিল ঢাকা। মাহমুদউল্লাহ দলীয় ১৫১ রানে ফিরলে শেষ দিকে আবু হায়দার ও শহিদুল ইসলামের জুটিতে রান দুইশোর কাছে পৌঁছায় শেষ পর্যন্ত। আবু হায়দার ২৫ রানে ফিরলেও অপরাজিত ছিলেন শহিদুল ইসলাম। দলের ইনিংস সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছিলেন। তার বিদায়ের পরেই ২৪৬ রানে থামে ঢাকার প্রথম ইনিংস। সিলেটের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার রেজাউর রহমান। 

দিনের শেষভাগে ব্যাট করতে নেমে সিলেট বিভাগ উইকেট হারিয়েছে তৃতীয় বলেই। প্রথম দিন শেষে ১ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ রান।