পদত্যাগের ইঙ্গিত দিলেন কোয়াব সম্পাদক

 

দেবব্রত পালআজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিলেন কোয়াবের (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। সোমবার (২১ অক্টোবর) রাতে একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।

খেলোয়াড়দের পক্ষ থেকে কোয়াব নেতাদের পদত্যাগের দাবি ওঠার বিষয়ে অনুষ্ঠানের উপস্থাপক মিথিলা ফারজানা ও আলোচক বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকালকেই (মঙ্গলবার) আমরা কথা বলবো। অলরেডি আমরা মিটিং করেছি। আগামীকালকেই (মঙ্গলবার) বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আপনারা জানেন, আমাদের দেশে অনেকেই পদ ছাড়তে চান না। আমরা সেরকম ব্যাকগ্রাউন্ডের সংগঠন না।’

এর আগে সোমবার দুপুরে ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে সরে থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা। মিরপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। এরপর নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও জুনায়েদ সিদ্দিকরা। এরমধ্যে কোয়াব বিলুপ্তির ব্যাপারে প্রথম দাবি পেশ করেছেন নাঈম। তিনি বলেছেন, ‘আমাদের প্রথম দাবি, কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিলুপ্ত করতে হবে। বর্তমানে এর কোনও কার্যক্রম চোখে পড়ে না। কোয়াব ক্রিকেটারদের প্রতিনিধি হলেও তাদের কখনোই আমরা পাশে পাই না। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে পদত্যাগ করতে হবে। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে হবেন তা ক্রিকেটাররা নির্বাচন করবে।’ 

আরও খবর...

ক্রিকেটারদের ধর্মঘটে ১১ দফা দাবি (ভিডিও)

মঙ্গলবার দুপুরে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসি

কেন আমি আন্দোলনে নেই, এই প্রশ্ন আমারও: মাশরাফি