তিন মাস মাঠের বাইরে সাইফউদ্দিন

তিন মাস মাঠের বাইরে সাইফউদ্দিন। ইনজুরিতে ভারত সফর থেকে আগেই ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। পিঠের চোটের কারণে সেই ইনজুরির ব্যাপ্তিটা জানা গেলো অবশেষে। এবার তিন মাস মাঠের বাইরে চলে গেলেন তিনি। খেলতে পারবেন না বিপিএলেও!

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই সমস্যায় ভুগেছেন সাইফ। তখন পেইনকিলার নিয়ে খেলা চালিয়ে গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সফরেও খেলতে পারেননি এই চোটে। তার চোটের সবশেষ আপডেট প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সাইফউদ্দিন ভারত সফরে যেতে পারবে না। বিপিএলেও খেলতে পারবে না। তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তিন মাস। একেবারে ডিসেম্বর পর্যন্ত।’

সাইফের চোটের যা অবস্থা তাতে এখন বিশ্রামই তার চিকিৎসা বলে জানালেন বিসিবির এই চিকিৎসক, ‘এই বিশ্রামই সাইফের চিকিৎসা। এর বাইরে কোনো চিকিৎসা নেই। তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সুস্থ হয়ে মাঠে ফিরতে হবে।’

সম্প্রতি ঘোষিত ১৫ সদস্যের দলে নাম ছিল সাইফউদ্দিনের। চোটের সবশেষ স্ক্যান রিপোর্ট আশাব্যাঞ্জক না হওয়ায় তার বিকল্প নিয়ে এখন ভাবতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রধান নির্বাচক নান্নু আগেই জানিয়েছিলেন ভারত সফর থেকে তার ছিটকে যাওয়ার কথা। তবে চোটের বিস্তারিত জানতে চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় ছিলেন।