সাকিবের ভুলটি ছোটখাটো নয়: লিপু

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুক্রিকেটার সাকিব আল হাসানের ভুলটি মারাত্মক বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু।  তিনি বলেন, ‘ভুল একটি, কিন্তু সেটি ছোটখাটো নয়। তিনবার তিনি একই ভুল করেছেন।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। শনিবার (২ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সাকিব সতর্ক ছিলেন না উল্লেখ করে লিপু বলেন, ‘সাকিব অত্যন্ত গর্হিত ভুল করে ফেলেছেন। তার ক্ষেত্রে “লঘু পাপে গুরু দণ্ড হয়েছে” কথাটি সত্য নয়। এই শব্দটি প্রয়োগ করা ঠিক না।  বহুবার তারা কর্মশালায় অংশ নিয়েছেন, তারা সব জানেন। এটি শুধু ভুল না, একদিক থেকে কিছুটা অন্যায়। একটি নিয়মে আছে– “এটা হলে ওটা করতে হবে”। সেটা তিনি করেননি।  হয়তো এটা খামখেয়ালির বশে হতে পারে, একটু হালকা করে দেখার বিষয়টিও হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসান কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। যারা অত্যন্ত কৌশলী তারাই শুধু সেই জায়গায় আসতে পারে এবং টিকে থাকতে পারে। যেকোনও ফরম্যাটের খেলায় তিনি ধাতস্থ হতে পারেন। তার মানে তিনি একজন ব্রিলিয়ান্ট প্লেয়ার। এ ধরনের মানুষের এমন কাজকে যদি আমরা নিছক ভুল বলি, তার মানে আমরা বিষয়টিকে উৎসাহিত করছি।’    

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম ও কাজী ইনাম আহমেদ, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।