জোকোভিচকে সরিয়ে শীর্ষে নাদাল

র‌্যাংকিংয়ের এক নম্বর আসনটা এখন নাদালের। প্যারিস মাস্টার্সের শিরোপা জিতেও লাভ হলো না নোভাক জোকোভিচের। তাকে সিংহাসনচ্যুত করে র‌্যাংকিংয়ের শীর্ষ আসনটা পুনরায় নিজের করে নিয়েছেন রাফায়েল নাদাল। ক্যারিয়ারে অষ্টমবারের মতো এমনটি করলেন এই স্প্যানিয়ার্ড।

অথচ রবিবার প্যারিস মাস্টার্সের পঞ্চম শিরোপা জিতেছেন জোকোভিচ। ফাইনালে কানাডিয়ান ডেনিস শাপোভালভকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন।  

নাদাল শীর্ষে ফিরলেন প্রায় এক বছর পর। ২০১৮ সালে ৪ নভেম্বর পর্যন্ত এই আসনটা নিজের দখলে রেখেছিলেন। নাদাল অবশ্য এই প্যারিস মাস্টার্সের সেমিফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইনজুরির কারণে।

জোকোভিচের আসনচ্যুত হওয়ার কারণ পয়েন্ট হারানো। গত বছর লন্ডনে যে পয়েন্ট তিনি অর্জন করেছিলেন তা ধরে রাখতে পারেননি।

তবে বছর শেষে শীর্ষ আসনটা ফিরে পেতে পারবেন জোকোভিচ। তা নির্ভর করছে যদি কিন্তুর হিসেবে। যদি নাদাল ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে না খেলেন অথবা রাউন্ড রবিন লিগে ম্যাচ জিততে ব্যর্থ হন। তবে এর সঙ্গে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জয়ের সঙ্গে ফাইনালও নিশ্চিত করতে হবে সার্বিয়ান তারকাকে।

এটিপি র‌্যাংকিং:

১. রাফায়েল নাদাল ৯৫৮৫ (+১)

২. নোভাক জোকোভিচ ৮৯৪৫ (-১)