নতুন ভূমিকায় শেন ওয়াটসন

এসিএর সভাপতি ওয়াটসন। জাতীয় দল ছেড়ে এবার প্রশাসনিক কাজে মনোযোগ দিচ্ছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। দেশটির ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট পেশাদার সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার।

নতুন কমিটিতে বর্তমান ক্রিকেটারসহ নতুন মুখ রয়েছেন তিনজন। এরা হলেন−প্যাট কামিন্স, কার্স্টেন বিমস ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্থালেকার।

বোর্ডের অন্য সদস্যরা হলেন−অ্যারন ফিঞ্চ, অ্যালাইসা হিলি, ময়সেস হেনরিকস, নেইল ম্যাক্সওয়েল, জ্যানেট টরনি ও গ্রেগ ডাইয়ার।

সভাপতি নির্বাচিত হওয়ার পর ওয়াটসন গর্বের সঙ্গে জানান, ‘সত্যিকার অর্থে আমি খুবই গর্বিত বোধ করছি এসিএর সঙ্গে থাকতে পেরে। আমাকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে, আমার আগে অনেক বড় ব্যক্তিরা এখানে ছিলেন। তাই এই কাজ সম্পাদনের অপেক্ষায় খুবই রোমাঞ্চিত আমি। এই খেলা আমাকে এতদিন যা দিয়েছে, সেটাই প্রতিদানে আমাকে দিতে হবে।’