মাশরাফিতে মুগ্ধ শোয়েব মালিক

Soheb Malikবিপিএল তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন শোয়েব মালিক। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের রঙিন পোষাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফিকে অধিনায়ক হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন পাকিস্তানি এই ক্রিকেটার।

রবিবার সকালে অনুশীলন শেষে তিনি বলেন, ‘মাশরাফি খুব ভালো একজন নেতা। মাশরাফি তরুণদের খুব সহায়তা করছেন। এটা অনেক বড় ব্যাপার।  সত্যি বলতে, আমরা খুব ভাগ্যবান যে বাংলাদেশ দলের অধিনায়ক আমাদের দলেরও অধিনায়কের দায়িত্ব পালন করছেন।’

মালিক আরও বলেন, ‘মাশরাফি থাকাতে আমরা চাপ মুক্ত থাকতে পারছি এবং এখন পর্যন্ত যেভাবে শেষ করেছি সেখান থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।’

সঙ্গে বিপিএলের এবারের আসর দারুণ উপভোগ করছেন শোয়েব মালিক। তিনি বলেন, ‘বাংলাদেশে খেলাটা সবসময়ই আনন্দের। এখন পর্যন্ত বিপিএলে খেলার অভিজ্ঞতাটা দারুণ।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে আশাবাদী শোয়েব মালিক আরও বলেন, ‘এবার টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণ দেখেছি যারা অনেক ভালো করছে। বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।’

চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন মোহাম্মদ আমির। স্বদেশি এই ক্রিকেটার সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তার বিরুদ্ধে খেলেছি। গত ম্যাচে আমির দুর্দান্ত বোলিং করেছে এবং ঝলক দেখাচ্ছে।’

কতদিন পর্যন্ত ক্রিকেট চালিয়ে যেতে চান এমন প্রশ্নে মালিক বলেন, ‘আমি অধিনায়ক কিংবা নির্বাচক নই। কিন্তু আমি সবসময়ই দেশের হয়ে খেলতে চাই। আমি ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই।’

/আরআই/এফআইআর/