কলকাতায় মুমিনুলদের স্থানীয় সুপারভাইজারকে নিয়ে বিতর্ক

কলকাতায় বাংলাদেশ দলের স্থানীয় সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানকার তপন চাকি নামক এক ব্যক্তিকে। সেই ব্যক্তিটি প্রটোকল ভেঙে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট আকসুর কাঠগড়ায়।

ম্যাচের সময় নিয়ম না থাকার পরেও মোবাইল ফোন নিয়ে বাংলাদেশের ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন তিনি। এমনকি সতর্ক করে দেওয়ার পরেও সেই ঘটনার পুনরাবৃত্তি করেছেন। বিধি ভাঙার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে বিসিসিআইয়ের আকসু ইউনিট।

বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ‘এমন নিয়ম ভাঙা হলে আকসু কর্মকর্তারা রিপোর্ট করে থাকেন। চাকিকে তাই শুনানির জন্য ডাকা হয়েছে। যদি তথ্য-প্রমাণ তার বিরুদ্ধে যায়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’