হ্যামিল্টন টেস্টে ড্র করে সিরিজ কিউইদের

সেঞ্চুরি তুলে নেন কেন উইলিয়ামসন।হ্যামিল্টন টেস্টে ড্র করে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের শেষ দিন খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছেন কিউই দুই অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন ও রস টেলর। শেষভাগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৪১ রান তোলার পর বৃষ্টি হানা দিলে কোনো ফল ছাড়াই খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগে।   

ইংল্যান্ডের ১০১ রানের লিডের জবাবে আগের দিন সেখান থেকে ৫ রান দূরে ছিল কিউইরা। ৯৬ রানে ২ উইকেট থেকে খেলা শুরু করে এদিন লড়াই অব্যাহত রেখেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর। সেঞ্চুরি হাঁকান দুজনেই। কেন অপরাজিত থাকেন ১০৪ রানে আর টেলর ১০৫ রানে। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের লিড ছিল ১৪০ রানে।

সিরিজ বাঁচাতে এই টেস্ট জয়ের বিকল্পনা ছিল না ইংল্যান্ডের। কিন্তু শেষ দিনে খেলা ৪১ ওভারে কোনো উইকেটই নিতে পারেনি সফরকারীরা।

প্রথম টেস্টে ইনিংস ও ৬৫ রানে হেরে যাওয়া ইংল্যান্ড ২০০৮ সালের পর কোনো টেস্ট জেতেনি নিউজিল্যান্ডে। এই সিরিজ শেষে ইংলিশরা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে।