মাঠে ফিরছেন মাহমুদউল্লাহ

অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে শুরুর দুই ম্যাচে খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। চট্টগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, অভিজ্ঞ এই অলরাউন্ডার মাঠে ফিরছেন তৃতীয় ম্যাচ থেকে।

ভারত সফরে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান মাহমুদউল্লাহ। জানা গেছে, মাহমুদউল্লাহর হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান মাত্রার ইনজুরি ছিল। ভারত সফরে চোট পাওয়ার পরেই তাকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। সুস্থ হতে সময় নিচ্ছিলেন। পুরোপুরি ফিট না হওয়ায় শুরুর দিকে অনুশীলনে বাড়তি ঝুঁকি না নিতে বলা হয় তাকে।

তাই শুধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহকে না খেলানোর সিদ্ধান্ত ছিল। পরে অবশ্য টানা দুই ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে খেলায়নি চট্টগ্রাম।

সুস্থ হয়ে ওঠায় তার খেলার ব্যাপারে এবার সবুজ সঙ্কেত দিয়েছেন বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম। ফিটনেস ইস্যুতে মাহমুদউল্লাহ সব শর্ত পূরণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম। তাই কালকে দুপুরে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে তাকে। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।