আমার ৪০০ রানের রেকর্ড ভাঙবে কোহলি বা রোহিত: লারা

ব্রায়ান লারা। টেস্টে ব্রায়ান লারার এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রানের রেকর্ডটি টিকে আছে এখনও। গত মাসে অবশ্য এই রেকর্ডের কাছে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ক্যারিবীয় কিংবদন্তি লারা মনে করেন, তার এই রেকর্ডটি ভেঙে দিতে পারেন বিরাট কোহলি অথবা রোহিত শর্মার যে কেউ! 

দিল্লিতে ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে প্রশ্ন উঠে লারার সেই মহাকাব্যিক ইনিংস নিয়ে। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ডের কাছে পৌঁছে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ৩৩৫ রানে ওয়ার্নার অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তাহলে তার এই রেকর্ড ভাঙবেন কে? এমন প্রশ্নে লারার জবাব, ‘আক্রমণাত্মক খেলোয়াড়রাই সাধারণত রেকর্ড ভেঙে থাকেন। সে হিসেবে বিরাট কোহলি যেভাবে স্কোর করে আসছে। রোহিত যে নাকি নিজের দিনে স্কোর করে। তারা দেড়দিনে আমার রেকর্ড ভাঙতে পারে।’

লারা কথা বলেছেন ডেভিড ওয়ার্নারের সঙ্গেও। তাদের কথোপকথনের সেই অংশ তুলে লারা বলেছেন, ‘তার সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে ইনিংস ঘোষণার সিদ্ধান্তটি তার ওপর ছিল না। এটা দলীয় সিদ্ধান্ত ছিল। তবে সে রেকর্ড ভাঙার পেছনেই ‍ছুটছিল। কিন্তু বৃষ্টির সম্ভাবনাও ছিল।’