তবু গোল করে চলেছেন মেসি

copyright-proshots-6361877সম্প্রতি লিওনেল মেসি বলেছিলেন, গোল করার চেয়ে গোল করানোতেই তার আনন্দ বেশি এখন। তবু গোল করে চলেছেন বার্সেলোনার প্রাণভোমরা। সর্বশেষ গ্রানাদার বিপক্ষে জয়সূচক গোলটি করে লা লিগায় সর্বোচ্চ গোল সংখ্যা নিয়ে গেছেন ১৪-তে। রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার চেয়ে দুই গোল ব্যবধানে এগিয়ে তিনি। বেনিজমার গোল সংখ্যা-১২।

এই মৌসুমে গোল করাতেও জুড়ি নেই আর্জেন্টাইন তারকার। অ্যাসিস্টের সংখ্যা-৬। ৬ অ্যাসিস্টে সেভিয়ার এভার বানেগা ও ভ্যালেন্সিয়ার রদ্রিওগার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিনি। তবে ৭ অ্যাসিস্টে সবার উপরে তারই সতীর্থ লুই সুয়ারেস। বেনজিমার অ্যাসিস্ট-৫। 

আগামী জুনে ৩৩ বছর হবে মেসির। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও দিব্যি গোল করে চলেছেন। লা লিগার সর্বকালের শীর্ষ গোলদাতা গত তিন মৌসুমেই ইউরোপিয়ান ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এই মৌসুমে যেভাবে গোল করে চলেছেন, তাতে এবারও ‍ইউরোপিয়ান গোল্ডেন শু, পিচিচি ট্রফি হাতে উঠতে পারে তার। এর মধ্যে গত তিন মৌসুমে পিচিচি ট্রফিও ঘরে তুলেছেন মেসি!