১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

iভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা ছিল মার্চে। কিন্তু সফরটা এগিয়ে আনা হয় একমাস। সবকিছু ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না সফর-সূচি। রবিবার নিশ্চিত হয়ে গেছে সেটাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে।

সফরে বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখার পর ১৮ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। এই ম্যাচটির ভেন্যু এখনও ঠিক হয়নি।

এরপর ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে হবে ১, ৩ ও ৬ মার্চ। তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৯ ও ১১ মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শেষে ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে।

এবারই প্রথম দুটি দেশ এক টেস্টের সিরিজ খেলছে। জিম্বাবুয়ে সর্বশেষ বাংলাদেশ সফরে টেস্ট খেলেছে ২০১৮ সালে। সেই সিরিজটি শেষ হয় ১-১ সমতায়।