প্রথম দল হিসেবে পয়েন্ট কাটা গেলো প্রোটিয়াদের

iঘরের মাঠে প্রথম টেস্ট জিতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অথচ পরের তিন টেস্টে সেই প্রোটিয়ারাই খেলো নাকানি-চুবানি। ইংল্যান্ডের কাছে সিরিজ হারের হতাশা তো ছিলই। তাদের আরও যন্ত্রণা বাড়িয়েছে স্লো ওভার রেটের জরিমানা। ধীর গতির ওভার রেটে ম্যাচ ফির ৬০ শতাংশ কেটে নেওয়া হবে প্রোটিয়াদের। একই সঙ্গে কেটে নেওয়া হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬টি পয়েন্ট!

আইসিসির নতুন নিয়মে প্রোটিয়ারাই প্রথম দল, যাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেলো। মূল স্পিনার কেশব মহারাজ ছিলেন না প্রোটিয়াদের দলে। তার ওপর কোনও স্পিনারও ব্যবহার করেননি ফাফ দু প্লেসি। যার ফল- নির্ধারিত সময়ে ৩ ওভার কম করেছে প্রোটিয়ারা। শেষ টেস্টটি তারা হেরেছে ১৯১ রানের বিশাল ব্যবধানে। জোহানেসবার্গে দুই দলই ভরসা রেখেছে পেস আক্রমণে। 


এমনতি টেস্টে ধুঁকতে থাকা প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই পয়েন্ট কর্তন। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে মাত্র ১টি জয় ও ৬টি হারে সপ্তমস্থানে রয়েছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতায় জমা পড়েছিল ৩০ পয়েন্ট। এখন পয়েন্ট কাটা যাওয়ায় সেটি হবে ২৪ পয়েন্টে!