যে ম্যাচে জয়ের চেয়েও বেশি আলোচনায় এমবাপ্পে-নেইমার!

টুখেলের সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছেন এমবাপ্পে। লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোঁপেলিয়েকে। বিশাল জয়ে পিএসজির শীর্ষস্থান সুংসহত হয়েছে ঠিকই, তবে ঘটনাবহুল ম্যাচে তাদের জয়ের চেয়েও বেশি আলোচনায় ছিলেন নেইমার ও এমবাপ্পে।  

৫৭ মিনিটে একটি গোল করা এমবাপ্পেকে দিয়েই শুরু করা যাক। দ্বিতীয়ার্ধে তাকে সরিয়ে মাঠে নামানো হয় মাউরো ইকার্দিকে। বিষয়টি ভালো চোখে নেননি এমবাপ্পে। কোচের সেই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মাঠ থেকে বের হয়ে যাওয়ার সময়। থমাস টুখেল তার সঙ্গে কথা বলতে চাইলেও ফরাসি ফরোয়ার্ড রাগে কথাই বলতে চাননি তখন। এমনকি কোচ তাকে জ্যাকেট দিতে চাইলে সেখানেও এড়িয়ে গেছেন টুখেলকে।

নেইমার অবশ্য যা করার করেছেন টানেলে। প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে সেরে ওঠতে খুব বেশি সময় নিচ্ছিলেন। এ ঘটনাতেই টানেলে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে একচোট হয়ে যায় ব্রাজিলীয় তারকার।

পিএসজিই শুধু নয়, ম্যাচটি ঘটনা বহুল হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের জন্যেও। ১৭ মিনিটের মাথায় মোঁপেলিয়ে গোলকিপার দিমিত্রি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন বক্সের বাইরে হাত দিয়ে বল ধরায়। ৮৮ মিনিটে তারা ৯ জনের দলে পরিণত হয় মিডফিল্ডার জরিস সোতা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

তবে নাটকীয় সব ঘটনার দিনে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। ৮ মিনিটে বাঁকানো শটে গোলের শুরুটা করেছেন সারাবিয়া। ৪১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন দি মারিয়া। তৃতীয় গোলটি অবশ্য প্রতিপক্ষের ভুলে। নিজেদের জালে বল পাঠিয়ে দিয়ে পিএসজির সুবিধাই করে দেন কনগ্রে। ৫৭ মিনিটে নিজের ৩৬তম গোলটি আদায় করে নেন এমবাপ্পে। ৬৫ মিনিটে পঞ্চম গোলটি করেন পিএসজি ফুলব্যাক কুরজাওয়া।

ঘটনাবহুল ম্যাচটি জিতে ১৩ পয়েন্ট লিড নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে পিএসজি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।