ডারবানে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে মানেই পরিত্যক্ত!

বার বার বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডে। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইংল্যান্ড। বৃষ্টির বাগড়ায় তা আর হলো না। দ্বিতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ লিড ধরে রাখলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এই ডারবানে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে মানেই বৃষ্টিতে ভেসে যাওয়া। ২০০৫ ও ২০০৯ সালে সর্বশেষ দুটি ওয়ানডেই পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে!

সেই ধারা অব্যাহত ছিল এই ম্যাচেও! বেশ কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। শুরুতে নির্ধারিত সময়ে টসটাও করা যায়নি। পরে ম্যাচ গড়িয়েছে কার্টেল ওভারে। নির্ধারিত হয় ৪৫ ওভারের ম্যাচ। ইংল্যান্ড টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্রথম দফায় ৬.৩ ওভার খেলা হয়েছিল। প্রোটিয়াদের ১টি উইকেট তুলে নেন জো রুট। বিদায় দেন অধিনায়ক কুইন্টন ডি কককে (১১)।

বৃষ্টি হানা দিলে আবার বন্ধ হয়ে যায় খেলা। ফের বৃষ্টি থামলে নির্ধারিত হয় ২৬ ওভারের ম্যাচ। কিছুক্ষণ খেলা হলেও বৃষ্টিতে এবার পুরোপুরি ভেসেই গেছে ম্যাচ। বন্ধ হওয়ার আগে আরও একটি উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। জর্ডানের বলে বিদায় নেন তেম্বা বাভুমা (২১)।

অবশ্য ওভার আরও কমে আসায় প্রোটিয়াদের রান উঠছিল দ্রুত গতিতে। ১১.২ ওভারে ২ উইকেটে স্কোর ছিল ৭১ রান। ৩৫ রানে অপরাজিত ছিলেন রিজা হেনড্রিকস।

তৃতীয় ওয়ানডেটি হবে রবিবার, জোহানেসবার্গে।