বিশ্বজয়ী ক্রিকেটার অভিষেককে বরণ নড়াইলবাসীর

নড়াইলে অভিষেককে বরণ করছেন স্থানীয়রা। দেশে ফিরে আসার পর বিশ্বকাপজয়ী যুবারা একে একে ফিরছে যার যার জেলায়। এই ফেরাটা তাদের স্মরণীয় হয়ে উঠছে স্থানীয় জনতার ভালোবাসায়। কারণ এই প্রথম যুব বিশ্বকাপের ট্রফিটা যে এনে দিয়েছেন তারাই। এই যেমন অভিষেক  দাসকে  বরণ করে  নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল তার জেলা নড়াইলে।

বৃহস্পতিবার  বেলা  ১২টার  দিকে  নভোএয়ারের  এক  ফ্লাইটে  প্রথমে যশোর  বিমান বন্দরে  পৌঁছান অভিষেক। বিমান থেকে অভিষেক  নামলে তাকে ফুলের মালায় বরণ করে নেন বাবা  অসিত  দাস,  মা  অরুনা  দাস।

অভিষেককে নিয়ে শোভাযাত্রাও হয়েছে নড়াইলে। এরপর গাড়িতে করে রওনা দেন নড়াইলের উদ্দেশে। সেখানে তাকে বরণ করতে নড়াইল শহরের  ১০ কিলোমিটার দূরে অপেক্ষমান ছিলেন প্রায় সহস্রাধিক মানুষ। তার পৌঁছানোর পরই শুরু হয় বর্নাঢ্য  শোভাযাত্রা। অভিষেক নড়াইল শহরে এসে পৌঁছান দুপুর আড়াইটার দিকে।

এই শোভাযাত্রার একজন হয়েই অভিষেক যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি। সেখানে মিষ্টিমুখ করানো হয় তাকে। পরে শোভাযাত্রাটি অভিষেককে নিয়ে তাদের বাড়ি শহরের বাধাঁঘাট এলাকায় যায়। সেখানে দেওয়া হয় সংবর্ধনা।  অভিষেক সবার ভালোবাসায় সিক্ত হয়ে বলেন, ‘ আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি  যেন  এর  চেয়েও ভালো  কিছু অর্জন  করতে  পারি।  বাংলাদেশকে  ভালো কিছু  উপহার দিতে পারি। বাংলাদেশের  জন্য  গৌরব  অর্জন  করার  চেষ্টা  করবো সব  সময়।