বিসিবিতে লঙ্কান ভিল্লাভারায়ণের জায়গায় ইংলিশ লি

ট্রেভর লি টাইগারদের নতুন ফিজিও। আইপিএলে লোভনীয় প্রস্তাব পেয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছেন ফিজিও মারিও ভিল্লাভারায়ণ।  নতুন ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন নিকোলাস ট্রেভর লি।

ট্রেভর লি জাতীয় দলে কাজ করবেন আগামী ২০২৩ সালের মার্চের বিশ্বকাপ পর্যন্ত। তিন বছরের চুক্তিতে লির দায়িত্বের পরিধি অবশ্য আরও বড়। তিনি যোগ দিয়েছেন বিসিবির ফিজিক্যাল পারফরম্যান্স ইউনিটের প্রধান হিসেবে। অন্য ফিজিওরা তার অধীনে কাজ করবে।

সাবেক ইংলিশ ক্রিকেটার লি ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ২০১০ সাল পর্যন্ত। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর কাউন্টি দল সাসেক্সের কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেন । এছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলেরও ট্রেনারও ছিলেন তিনি।

মারিও ভিল্লাভারায়ণ চাকরি ছেড়ে দিলেও জাতীয় দলের সঙ্গে থাকবেন ফেব্রুয়ারি পর্যন্ত। এর পরেই তিনি যোগ দেবেন আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে।