মেসির দীর্ঘ ক্যারিয়ার কামনা করছেন পুয়োল

পুয়োলের সঙ্গে মেসি। লিওনেল মেসির বয়স হয়ে গেছে ৩২। এই জুনে পা দেবেন ৩৩-এ। রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের পর বার্সেলোনা তারকা বলেছিলেন, অবসর এগিয়ে আসছে।

মেসি নিজের অবসর নিয়ে ভাবনায় থাকলেও বার্সা লিজেন্ড কার্লোস পুয়োল মনে করেন, আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন আর্জেন্টাইন খুদে জাদুকর। নির্দিষ্ট করে বললে সেটা কত বছর? শুনুন পুয়োলের মুখেই, ‘মেসির বয়স এখন ৩২। মেসির মতো খেলোয়াড় যে নিজের দেখভাল করতে পারে, সে ৩৮ বছর পর্যন্তও খেলতে পারবে।’

মেসির ভবিষ্যৎ নিয়ে যতই আলোচনা চলুক। এই মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছেন বার্সার প্রাণভোমরা। ১৯ ম্যাচে ১৪টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স আরও বেশি-৩৫। অথচ এই সময়েও অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছেন জুভেন্টাস তারকা। ফুটবলে একই ছন্দ মেসির বেলাতেও দেখছেন পুয়োল। মার্কায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা কেন মেসিহীন বার্সাকে নিয়ে কথা বলতে চাইছি? যেখানে সে এখনও খেলে চলেছে। আমাদের ওকে নিয়েই যতগুলো সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

ষষ্ঠ ব্যালন ডি’অর জেতার পর মেসি নিজের ক্যারিয়ার নিয়ে খোলাখুলি বলেছিলেন, ‘আমার বয়স কত, তা নিয়ে আমি বেশ সচেতন। তবে এই মুহূর্তগুলো উপভোগ করছি। কারণ আমি জানি যে অবসর এগিয়ে আসছে।’