মেসি-হ্যামিল্টনের ইতিহাস, সঙ্গী টেন্ডুলকারও

পুরস্কার হাতে টেন্ডুলকার। বার্লিনে লরিয়াস বর্ষসেরা (২০১৯) ক্রীড়াবিদের পুরস্কারের মঞ্চে ইতিহাসই হয়ে গেলো। এবারই প্রথম যৌথভাবে এর বিজয়ী হয়েছেন দুজন। এরা হলেন-আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ও ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন।

শুধু তাই নয়, ফুটবল থেকে এবারই প্রথম কোনও তারকা এই পুরস্কারটি জেতার নজির স্থাপন করেছেন। বলতে গেলে ভাগ্যদেবী দুজনকে সমান পাল্লাতেই মেপেছে। বিশ্বব্যাপী ভোটাভুটিতে সমসংখ্যক ভোট পেয়েছেন মেসি ও হ্যামিল্টন। এই সময়ে মেসি বার্সাকে জিতিয়েছেন লিগ শিরোপা, হ্যামিল্টন জিতেছেন ষষ্ঠ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ।

এ দুজনের রেকর্ড গড়ার রাতে আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারও সঙ্গী ছিলেন! গত ২০ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কারটি জিতেছেন শচীন। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে ঘাড়ে তুলে  ‘ল্যাপ অব অনার’ দিয়েছিল বিরাট কোহলি, হরভজন সিং ও ইউসুফ পাঠানরা। তাদের এই স্মরণীয় মুহূর্তটি লরিয়াস সেরা স্পোর্টিং মোমেন্ট হিসেবে পুরস্কার জিতেছে।

মেয়েদের ক্ষেত্রে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন জিমন্যাস্ট সিমোনা বাইলাস।