মোর্শেদার কণ্ঠে প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি

মোর্শেদা খাতুন। বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে সালমারা। স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে সালমাদের অন্য তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। শুক্রবার থেকে বিশ্বকাপ শুরু, কিন্তিু বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।  কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কয়েক সপ্তাহ ব্রিসবেনে অনুশীলন করেছে সালমা খাতুনের দল।  আসল লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের কোনও প্রতিপক্ষকে নিয়েই চিন্তার কিছু নেই।

মূল লড়াইয়ে নামার আগে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ে রাঙানো এই ম্যাচের মূল নায়িকা ওপেনার মোর্শেদা খাতুন।  অভিজ্ঞ ওপেনার আয়েশা রহমানকে বসিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল মোর্শেদাকে।  নতুন খেলোয়াড়, মাত্রই ৬ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে ব্যাটিংয়ে নামা মোর্শেদা ৪৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটির আন্তর্জাতিক স্বীকৃতি নেই,  না হলে এই সংস্করণের ক্রিকেটে মোর্শেদার  সেরা ইনিংস হয়ে যেতো এটাই। ৩৮ বলে ৬ চারে সাজানো ৪৩ রানের ইনিংসটি কাটা পড়ে দুর্ভাগ্যজনক রানআউটে। মোর্শেদার ৪৩ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ সাধারণ গোছের ১১২ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তানকে।

দারুণ খেলতে থাকা মোর্শেদা এমন আউটে খানিকটা হতাশ, ‘আউট হয়ে ভীষণ হতাশ লাগছিল। তবে জিততে পেরে ভালো লাগছে। বিশ্বকাপের আগে এই জয় আমাদের উজ্জীবিত করবে। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি খুব ভালো। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’

২০১৮ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় মোর্শেদার। অভিষেকটা ভালো না হলেও গত বছর বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন তিনি।  বৃহস্পতিবার অমন একটি ইনিংস খেলে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘উইকেট ভালো ছিল। কিছু কিছু বল নিচু হচ্ছিল, তবে খুব বেশি কষ্ট হয়নি। ইনিংসগুলো কীভাবে বড় করা যায় তা নিয়েই কাজ করছি। আশা করি ভালো কিছুই হবে।’

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই চার দলের মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে কখনও ম্যাচ খেলেনি বাংলাদেশ। যদিও মোর্শেদার প্রতিপক্ষ নিয়ে দুশ্চিন্তা নেই, ‘আমাদের প্রতিপক্ষ কে, সেটা নিয়ে আমরা ভাবছি না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত যেই থাকুক আমরা আমাদের কাজগুলো করতে মনোযোগী। এছাড়া গত কিছুদিন ধরে আমরা পরিশ্রম করেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি সকলের প্রত্যাশা পূরণ করতে পারবো।’