স্কুল দাবায় আবুল খায়ের গ্রুপ

_DSC0667২০১৩ সালে সর্বশেষ জাতীয় স্কুল দাবা হয়েছিল। দীর্ঘ ৬ বছর পর আবারও তা শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী এই প্রতিযোগিতার জন্য দাবা ফেডারেশন ও আবুল খায়ের গ্রুপের সঙ্গে বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষরও হয়েছে।

কাওরান বাজারের বিএসইসি ভবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ফের্সেস) মিডিয়া সেন্টারে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অব:) শহিদুল্লাহ স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী প্রতি বছর ফেডারেশন ৭৭ লাখ টাকা পাবে। অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের(র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘দাবার জন্য স্মরণীয় একটি দিন আজ। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম স্কুল পর্যায়ে দাবার চর্চা শুরু করতে। অবশেষে এর জন্য পেয়েছি আবুল খায়ের গ্রুপকে। স্কুল দাবা ঠিকমতো করতে পারলে ভবিষ্যতে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে।’

আগামী মার্চে জেলা পর্যায়ে ছেলে ও মেয়ে দুই বিভাগেই খেলা শুরু হবে। ঢাকায় ৮০ জন খেলোয়াড় নিয়ে হবে ফাইনাল চূড়ান্ত পর্ব।