আন্তর্জাতিক মিনি ম্যারাথন ঢাকায়

87018616_637933283444199_1295254727931461632_nঢাকায়  হতে যাচ্ছে আন্তর্জাতিক মিনি ম্যারাথন। ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের আয়োজনে এবং রান বাংলার পৃষ্ঠপোষকতায় আগামী ১৩ মার্চ হাতিরঝিলে হবে ১০ কিলোমিটারের এই মিনি ম্যারাথন। 

মূলত মুজিববর্ষকে সামনে রেখে আন্তর্জাতিক এই মিনি ম্যারাথন হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট মোসলেহ উজ জামান। এ এসময় তার সঙ্গে ছিলেন ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল জসিম মোহাম্মদ আল-আমিন ও রান বাংলার ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান।
ম্যারাথনে আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিস্টান্স রেস’-এর অনুমতি পেয়েছে এই মিনি ম্যারাথন। দেশে এটিই তাই  প্রথম আন্তর্জাতিক স্বীকৃত মিনি ম্যারাথন। এতে সবাই অংশ নিতে পারবে। তবে এর জন্য স্থানীয়দের ১ হাজার টাকা এবং বিদেশিদের ৩৫ ডলারের বিনিময়ে রেজিষ্ট্রেশনের করতে হবে।
রেজিষ্ট্রেশন থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ খরচ করা হবে শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে।