ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণে কিউইরা

i (2)ওয়েলিংটনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ভারত। ব্যাটে-বলে নিউজিল্যান্ডের দাপটে তৃতীয় দিনও কোণঠাসা সফরকারীরা। ৪ উইকেটে ভারত তৃতীয় দিন শেষ করেছে ১৪৪ রানে। তারা এখনও পিছিয়ে ৩৯ রানে!

শুরু থেকে বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডেরই নিয়ন্ত্রণ। প্রথম ইনিংসে ভারত করতে পেরেছে ১৬৫ রান। জবাবে কিউইরা করেছে ৩৪৮ রান।

তৃতীয় দিনের শুরুতে বল হাতে ভারত ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাতেই ছিল। তা ম্লান হয়ে যায় লেজের দিকে শেষ তিন উইকেটে ১২৩ রান যোগ হলে। অষ্টম উইকেট জুটিতে দ্রুত গতিতে ৭১ রান তুলেছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও কাইল জেমিসন। গ্র্যান্ডহোম ৪৩, জেমিসন ৪৪ ও বোল্ট ৩৮ রান করে ভারতীয়দের ভোগান্তি বাড়িয়েছেন। ৫ উইকেটে ২১৬ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৪৮ রান তুলে। তাতে কিউইরা পেয়েছে ১৮৩ রানের লিড।

ভারতের বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ৬৮ রানে নিয়েছেন ৫ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ৯৯ রানে নিয়েছেন তিনটি।

জবাবে দ্বিতীয় ইনিংসেও ভালো কিছু উপহার দিতে পারেনি ভারতের টপ অর্ডার। ব্যর্থ ছিলেন পৃথ্বী শ’ (১৪), চেতেশ্বর পূজারা (১১)। মায়াঙ্ক আগারওয়াল ৫৮ রানের ইনিংস উপহার দিয়েছেন। তার বিদায়ের পরও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি, ১৯ রান করে ফিরেছেন। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে (২৫) ও হনুমা বিহারী (১৫)।

ভারতের তিনটি উইকেটই নিয়েছেন ট্রেন্ট বোল্ট, একটি টিম সাউদির।