সাতপাকে বাঁধা পড়ছেন সৌম্য

গায়ে হলুদে সৌম্য সরকারের সঙ্গে আত্মীয়রা। সব আয়োজন সম্পন্ন। আজ বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়বেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার।

এরই মধ্যে গঙ্গাবরণে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হয়েছেন বর। এখন ঢাক–ঢোলের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার ‘লাল সবুজ’ বাড়ি। একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই স্নাত হবেন কনে পূজা। বুধবার বিকালে বর সৌম্য সরকার তার সহযাত্রীদের নিয়ে রওয়ানা হবেন কনের বাড়ি। সৌম্যর হবু স্ত্রীর বাড়ি খুলনাতেই।

87371392_2423161284641824_4762853010227331072_nবিয়ের আনুষ্ঠানিকতার পর শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার জানিয়েছেন, ‘২৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে তিনটার দিকে মঙ্গলধ্বনি, ঢাক, শাঁখ, সানাই আর বাদ্য বাজিয়ে খুলনার উদ্দেশে রওয়ানা হবে সৌম্য। ২৮ ফেব্রুয়ারি বৌভাত।’

এর আগে গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় সৌম্যর নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান।