স্থগিত দিল্লির বিশ্বকাপ শুটিং, কারণ করোনাভাইরাস

Shootingকরোনাভাইরাসের প্রাদুর্ভাবে  দিল্লিতে  স্থগিত  হয়ে  গেছে বিশ্বকাপ শুটিং। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ১৫ মার্চ থেকে ২৫ মার্চ। করোনা  আতঙ্কে  ১৬ এপ্রিল থেকে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিকের প্রস্তুতিমূলক একটি ইভেন্টও বাতিল হয়ে গেছে।

আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন অবশ্য টুর্নামেন্টটি পরে দুটি ধাপে করার একটি প্রস্তাব দিয়ে রেখেছে। তাদের প্রস্তাবনা অনুসারে রাইফেল ও পিস্তল প্রতিযোগিতার সূচি ঠিক হয়েছে ৫ থেকে ১২ মে।  আবার শটগান প্রতিযোগিতার দিনক্ষণ ২ থেকে ৯ জুন।

টুর্নামেন্টটি স্থগিত করতেই হতো। এর আগে আন্তর্জাতিক সংস্থাটির কাছে টুর্নামেন্টটি স্থগিত করার আবেদন জানায় ভারতের রাইফেল অ্যাসোসিয়েশন। কারণ ভারতে এরই মধ্যে চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইরান থেকে আগতদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এমন পরিস্থিতিতে ২২টি দেশ দিল্লির এই ইভেন্ট থেকে নিজেদের প্রত্যাহারও করে নিয়েছে। তাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দেয় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ)।

বাংলাদেশ থেকে এই টুর্নামন্টে অংশ নেওয়ার কথা ছিল ৬ জনের। এরা হলেন- আব্দুল্লাহ হেল বাকি, সৈয়দা আতকিয়া হাসান, শাকিল আহমেদ, রিসালাতুল ইসলাম, জাকিয়া সুলতানা ও আনোয়ার হোসেন।

টুর্নামেন্ট আপাতত স্থগিত হয়ে যাওয়ায় কমনওয়েলথে রুপাজয়ী শুটার শাকিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুনেছি টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেছে। এক দিয়ে ভালোই হলো। আমাদের মাঝেও এক প্রকার আতঙ্ক কাজ করছিল। এখন টুর্নামেন্ট পরে হলে নির্বিঘ্নে খেলায় মনোযোগ দিতে পারবো।’