লিভারপুলের শক্তি স্বাগতিক দর্শক, পিএসজি দর্শকহীন!

hi-res-bb884e73423c85fe6e3d86c3ea9eb61c_crop_northপ্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা নিশ্চিত।  তবে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আজ হারলেই ছিটকে যাবে শিরোপা দৌড় থেকে। অ্যানফিল্ডে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার দিবাগত রাত ২টায় লিভারপুল মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। 

লিভারপুলের জন্য সুসংবাদটি হলো দলে ফিরেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। শেষ ষোলোর প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি। আবার রয়েছে দুঃসংবাদও। চোটের কারণে নেই গোলকিপার আলিসন। 

প্রথম লেগে আতলেতিকোর মাঠে দর্শকেরা উজ্জীবনী শক্তি হিসেবে কাজে দিয়েছিল স্বাগতিকদের। ইয়ুর্গেন ক্লপ নিজেদের দর্শকদেরই কাজে লাগাতে চাইছেন এবার, ‘আমাদের দর্শকেরাই সুবিধা বাড়িয়ে দেবে। তাদের আকুণ্ঠ সমর্থন নিজেদের পারফরম্যান্সে কাজে লাগাতে হবে।’

রেডদের জন্য ভাবনার বিষয় শেষ ৫ ম্যাচ ছন্দহীন তারা। দীর্ঘদিন অপ্রতিরোধ্য থাকলেও ৫ ম্যাচের তিনটিতেই হেরেছে।

অপর দিকে করোনা আতঙ্ক মাথায় নিয়ে খেলতে ঘরের মাঠে নামবে পিএসজি। দর্শকহীন মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তাদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। পিএসজির জন্য ম্যাচটি কঠিন পরীক্ষা। প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে তারা। তাই ঘরের মাঠে আজ প্রত্যাবর্তন করতে জ্বলে উঠতেই হবে স্বাগতিকদের।