করোনায় আক্রান্ত হয়ে ক্ষমা চাইলেন তিনি

কোজো তাশিমা। ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফর করেছিলেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান কোজো তাশিমা। দেশে ফিরেই করোনায় পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।

তাশিমা মঙ্গলবার বলেছেন, ‘আমার হাল্কা জ্বর আর নিউমোনিয়া আছে। এমনিতে আমি খুব ভালো আছি।’

এই ঘটনার পর তাশিমা জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, স্টাফ ও সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন। কারণ তিনি যে করোনায় আক্রান্ত, তা না জেনেই গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কনফারেন্সে অংশ নিয়েছেন। তিনি ভাবছেন হয়তো তার থেকেও ভাইরাসটি ছড়িয়েছে অন্য কারও শরীরে।

তাশিমা আবার জাপানের অলিম্পিক কমিটিরও ভাইস চেয়ারম্যান! এই অবস্থায় টোকিও অলিম্পিক হওয়া নিয়ে সংশয় রয়েই গেছে। 

তাশিমা ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফরে ছিলেন ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এই সময়ে আমস্টারডামে উয়েফার সাধারণ সভায় অংশ নেন। রবিবার জানতে পারেন সভাতে তার কাছেই বসা সার্বিয়ান ফুটবল প্রধান স্লাভিসা কোকেজা করোনায় পজিটিভ হয়েছেন। সেই আশঙ্কা থেকে নিজের টেস্ট করার পর তাশিমা নিজেও করোনায় পজিটিভ হন। একই সভায় থাকা সুইস ফুটবল প্রধান ডমিনিক ব্লাঙ্কেরও করোনা ধরা পড়েছে।